প্রেমকে বলা হয় স্বর্গীয়। সৃষ্টিকর্তার দান। আর সেজন্যই প্রেমকে পবিত্র হিসেবে বিবেচনা করা হয়। কবি-সাহিত্যিকদের লেখায় যুগে যুগে কালে কালে সেই প্রেমেরই জয়গান গাওয়া হয়েছে। দেবদাস-পার্বতী, শিরিন-ফরহান, লাইলি-মজনু কিংবা ইউসূফ-জুলেখা জুটিগুলো প্রেমের জন্য ইতিহাস হয়ে আছেন। প্রেমের নিদর্শনস্বরূপ সম্রাট শাহজাহান গড়েছেন অনিন্দ্যসুন্দর তাজমহল।
রোমান সম্রাট অ্যান্থনিও ও মিশরের রানি ক্লিওপেট্রার প্রেমের কাহিনি তো বিশ্ববিদিত। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বয়সে ১০ বছরের ছোট মার্কিন পপ তারকা নিক জোনাসকে বিয়ে করেছেন। ভারতের তরুণ সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুরও ভালোবাসার মানুষ খুঁজে নিয়েছেন জার্মানি থেকে।
তারকা অঙ্গনের এমনই কিছু যুগলের কথা এ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, যারা দেশের সীমানা পেরিয়ে ভিনদেশি জীবনসঙ্গী খুঁজে নিয়েছেন।
২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশি অভিনেত্রী, মডেল, উপস্থাপিকা রাফিয়াথ রশিদ মিথিলা বিয়ে করেন। সৃজিত-মিথিলার দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। স্বামী ও প্রথম ঘরের একমাত্র মেয়ে আয়রাকে নিয়ে দ্বিতীয় সংসারটা দারুণ উপভোগ করছেন মিথিলা।
মডেল, অভিনেতা ও সংগীতশিল্পী তাহসানের সঙ্গে পরিচয়ের পর প্রেমে মজেন মিথিলা। ২০০৬ সালের ৩ আগস্ট তাহসানকে বিয়ে করেন মিথিলা। ২০১৩ সালের ৩০ এপ্রিল তাদের ঘর আলো করে এক কন্যা সন্তানের জন্ম হয়। কন্যার নাম রাখা হয় আইরা তাহরিম খান। কিন্তু দীর্ঘ ১১ বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটিয়ে ২০১৭ সালের জুলাইয়ে যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই তারকাদম্পতি।
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শাকিলার জীবনসঙ্গী ভারতীয় নাগরিক রবি শর্মা। তড়িৎ প্রকৌশলী হলেও তার বড় পরিচয়, তিনি কবি। ২০১৫ সালে শাকিলা-রবির বিয়ের খবর গণমাধ্যমে এলেও তারও আগেই তারা বিয়ে করেন।
ঢালিউড অভিনেতা আরিফিন শুভ বিয়ে করেছেন ভারতের অর্পিতা সমাদ্দারকে। কলকাতার মেয়ে অর্পিতা পেশায় ফ্যাশন ডিজাইনার, তিনি বাংলাদেশের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানেও কাজ করছেন। ২০১৫ সালে বিয়ে হলেও অর্পিতার সঙ্গে শুভর পরিচয়, বন্ধুত্ব আরও আগে থেকেই।
গেল বছরের অক্টোবরে পশ্চিমবঙ্গের আসানসোলের মেয়ে সুনিধি নায়েককে বিয়ে করেন বাংলাদেশের অর্ণব। বিয়ের আগে দু’বছর তারা চুটিয়ে প্রেম করেন।
ব্রেকিংনিউজ/এমআর