ময়মনসিংহের হালুয়াঘাটে নিজ গ্রামে সংবর্ধিত হলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশান বাফুফে’র অনুর্ধ ১৭ দলের নব নির্বাচিত ক্যাপ্টেন মুনতাসির আল মামুন।
বুধবার বিকালে উপজেলার ইসলামপুর গ্রামে ইয়াং জেনারেশন নামের একটি সংগঠন এ সংবর্ধনার আয়োজন করে। উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আবুল কাশেম ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ।
ফুটবল তারকা মুনতাসির আল মামুনের পিতা আজাহারুল ইসলাম পেশায় একজন চা বিক্রেতা হলেও ছেলের পড়াশোনা এবং খেলাধুলার ব্যাপারে ছিলেন বেশ সচেতন। এসএসসি পাস করা মুনতাসির পড়াশোনার পাশাপাশি ফুটবলকে নিয়ে সুন্দর ভবিষ্যত গড়তে চান। স্বপ্ন দেখেন ফুটবল নিয়ে বিশ্ব জয়ের।
মুনতাসির আল মামুন বলেন, ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নিয়ে আগামী ২৭ এপ্রিল কলকাতায় খেলতে যাচ্ছি। দেশের সুনাম বয়ে আনতে দোয়া চাইলেন সকলের।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন ও বজলুর রহমান উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগমসহ অনেকে।
ব্রেকংনিউজ/এমএইচ