প্রথম ম্যাচে ৬ উইকেট ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত হয়ে গেছে। ঢাকায় সিরিজ জিতে চট্টগ্রামে এবার হোয়াইটওয়াশ পর্বের অপেক্ষা। আর সেই মিশনকে সামনে রেখেই সোমবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে টিম বাংলাদেশ। আজ টাইগারটা জিতলেই হোয়াইটওয়াশ হবে ক্যারিবীয়রা।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও উইনিং কম্বিনেশন ভাঙেনি টাইগাররা। আজ সিরিজের শেষ ম্যাচে কি একাদশে কোনও পরিবর্তন আনা হবে? এ নিয়ে বিসিবির কর্তাদের আগাম কোনও ইঙ্গিত না থাকলেও এ প্রশ্নের উত্তর জানতে আরও কিছু সময় অপেক্ষা করতেই হবে। তবে সিরি হাতছাড়া হওয়া ক্যারিবীয় শিবিরে আজ একাধিক পরিবর্তন দেখা যেতে পারে।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত/আফিফ হোসেন ধ্রুব, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ/মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন/শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ।
ব্রেকিংনিউজ/এমআর