ব্রাজিলের লাস পালমাস নামক একটি ক্লাবের প্রেসিডেন্টসহ চার ফুটবলার বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন। ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানটির পাইলটও। খবর ডেইলি মিররের।
সোমবার (২৫ জানুয়ারি) দেশটির লুজিমাঙ্গুয়েস নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এদিন রাতে ভিলা নোভা ক্লাবের বিপক্ষে তাদের খেলার কথা ছিল। দুর্ঘটনার পর পর ম্যাচটি স্থগিত করা হয়েছে।
লাস পালমাসের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে যে, ক্লাবটি ভিলা নোভার বিপক্ষে বিমানে করে খেলতে যাচ্ছিল। বেসরকারি সংস্থার এই বাণিজ্যিক বিমানটি উড্ডয়ন করতে গিয়ে রানওয়ের শেষ প্রান্তে ভূপাতিত হয়। তাতে ঘটনাস্থলেই প্রেসিডেন্ট লুকাস মেইরা, পাইলট ওয়াগনার মাচাদো, ফুটবলার- লুকাস প্রাদেস, গুইলহেরমে নোয়ি, রানুলি ও মার্কাস মোলিনারি মারা যান।
দেশটির চতুর্থ টায়ারের একটি দল লাস পালমাস। এই ঘটনায় ক্লাবটি গভীর শোক প্রকাশ করেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি নিহতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।
ব্রেকিংনিউজ/নিহে