বাংলাদেশের অন্যতম ধর্মীয় আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী নিজের নামেই একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল খুলেছেন। গত শনিবার (১৯ ডিসেম্বর) তিনি তার ব্যক্তিগত ফেসবুকের মাধ্যমে Mizanur Rahman Azhari” চ্যানেলটির লিংক দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে ওই চ্যানেলে কোন ধরণের ইউটিউব ভিডিও আপলোড না করাতেই প্রায় ২লাখ সাবস্ক্রাইব হয়েছে। এরই মধ্যে দুই দিনের ব্যবধানে বর্তমানে চ্যানেলটি সাড়ে চার লাখ সাবস্ক্রাইব হওয়ার পথে। যদিও এই সাড় চার লাখ সাবস্ক্রাইব তার চ্যানেলে যুক্তি হতে এরই মধ্যে তিনি আপলোড করেছেন চ্যানেল পরিচিতি এক মিনিটের ভিডিও।
এর আগে চ্যানেলের লিংক দিয়ে মিজানুর রহমান আজহারী স্ট্যাটাস দেন। তিনি লিখেন, “Mizanur Rahman Azhari” নামে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হলো। আমার ফেইসবুক পেইজের নামের সাথে হুবহু মিল রেখেই, ইউটিউব চ্যানেলটির নামকরণ করা হয়েছে।
সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।
চ্যানেলটির লিংক:
https://www.youtube.com/channel/UCxStLx7yb96MGBfIMo20x7Q...
ব্রেকিংনিউজ/এসপি