ওমানে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হতাহতরা সবাই বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সময় শনিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে দেশটির দুকুমের একটি সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. ওমর ফারুক, মিনহাজ, মামুন, মিলাদ ও রুবেল।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, আরব সাগর থেকে মাছ ধরে ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটিতে মোট ১০ জন প্রবাসী বাংলাদেশি ছিলেন। তাদের মধ্যে ৫ জন নিহত হয়েছেন।
আহত ৫ জন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছেন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
ব্রেকিংনিউজ/এমআর