ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের হাতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আটক থাকা পাঁচ বাংলাদেশি নাবিক আজ রবিবার (১০ জানুয়ারী) দেশে ফিরবেন।
শনিবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে কুয়েতের বাংলাদেশি দূতাবাস। আটককৃতরা ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করতেন। তাদের সাথে কয়েকজন ভারতীয় নাগরিকও ছিলেন।
বিবৃতিতে বলা হয়, ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি ওমান থেকে সমুদ্রপথে সৌদি আরব যাওয়ার সময় লোহিত সাগরে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে ইয়েমেনের কোস্ট গার্ডের হাতে আটক হন পাঁচ বাংলাদেশি প্রবাসী।
এরপর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় কুয়েত, ওমান ও জর্ডানের বাংলাদেশ দূতাবাসের চেষ্টায় নয় মাস পর আটক পাঁচ বাংলাদেশিকে মুক্ত করা সম্ভব হয়। তারা বর্তমানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হেফাজতে রয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়, পাঁচ বাংলাদেশি শনিবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে ইয়েমেন ত্যাগ করেছেন। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের দুবাই বিমানবন্দরে পোঁছার কথা রয়েছে। রোববার (১০ জানুয়ারি) বাংলাদেশ বিমানের বিজি৪৮ ফ্লাইটে সকাল ৭টা ২০ মিনিটে তারা বাংলাদেশে পোঁছাবেন।
ব্রেকিংনিউজ/নিহে