আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও তার সহধর্মিণী অ্যাডভোকেট সৈয়দা আরজুমান বানু (নার্গিস) করোনা প্রতিরোধী টিকা নিয়েছেন।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট টিকাদান কেন্দ্রে সপরিবারে করোনার ভ্যাকসিন গ্রহণ করেন তিনি।
টিকা নেয়ার পরে নানক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, টিকা নেয়ার পর তার কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি এবং তিনি সুস্থ আছেন। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ব্রেকিংনিউজ/আরএইচ/এসআই