রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা-যমুনা নদীর মোহনায় ৩৭ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। রবিবার (১০ জানুয়ারি) ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের ভাই ভাই মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. মাসুদ মোল্লা ৩৫ হাজার ৫২০ টাকায় মাছটি কিনেছেন। পরবর্তীতে তিনি মাছটি ৪২ হাজার ৫৫০ টাকায় ঢাকার এক শিল্পপতির কাছে বিক্রি করেছেন।
ব্যবসায়ী মাসুদ মোল্লা বলেন, ভোর ৬টার দিকে আরিচার হুমায়নের আড়ত থেকে মাছটি ৯৬০ টাকা কেজি দরে কিনেছি। মাছটি ১ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ৪২ হাজার ৫৫০ টাকায় ঢাকার এক শিল্পপতির কাছে বিক্রি করেছি।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, পদ্মা-যমুনা নদীর মোহনায় ইদানিং বড় বড় মাছ ধরা পড়ছে। তবে এমন বিশাল বাগাড় মাছ তেমন পাওয়া যায় না।
ব্রেকিংনিউজ/এসআই