ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নির্বাচনের সংবাদ সংগ্রহকালে একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন নুরুজ্জামান এবং এনটিভির ক্যামেরাপারসন মাসুদ রানার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩ টায় কুমারখালী সম্মিলিত সাংবাদিক পরিষদের আয়োজনে কুষ্টিয়া টু রাজবাড়ি মহাসড়কের কুমারখালী বাসস্ট্যান্ডে হামলাকারীদের বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী'র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আকমল হোসেন কোকো, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ ওহাব, বাংলা টিভির খোকসা- কুমারখালী প্রতিনিধি ও মাসিক কৃষি কণ্ঠের সম্পাদক এম এ উল্লাস, দৈনিক নয়া দিগন্তের কুমারখালী প্রতিনিধি সোহাগ মাহমুদ, খোলা কাগজের কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, কুষ্টিয়া জেলা অনলাইন প্রেস ক্লাবের এর সহসভাপতি ও চ্যানেল এস খোকসা কুমারখালী প্রতিনিধি মনোয়ার হোসেন, ভোরের ডাক এর কুমারখালী প্রতিনিধি মোশারফ হোসেন, কুমারখালি অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাবিত বীন তৈওব উৎপল দৈনিক আমার সংবাদ এর কুমারখালী প্রতিনিধি মাসুদ রানা, বিজয় টিভির প্রতিনিধি তানভীর লিটন, ক্যামেরাপারসন মমিন হোসেন ডালিম, দৈনিক বর্তমান সময়ে স্টাফ রিপোর্টার কেকে বিপ্লব, দৈনিক সোনালী খবর সবুজ হোসেন, দৈনিক দেশ তথ্যের সাব্বির হোসেন, দৈনিক বর্তমানের কাজু আহমেদ, দৈনিক প্রভাতী খবরের নয়ন বিশ্বাস সহ স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ সহ অনেকে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জোড় দাবি জানান।
ব্রেকিংনিউজ/এমএইচ