করোনায় আক্রান্ত হয়ে দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক খন্দকার মুনীরুজ্জামান আর নেই (ইন্নালিল্লাহি... রাজেউন )। তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৭২ বছর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।
করোনা আক্রান্ত মুনীরুজ্জামান করোনায় আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩১ অক্টোবর তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, একযুগ ধরে মুনীরুজ্জামান এক যুগ ধরে দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন তিনি। এর আগে সংবাদপত্রটির সম্পাদকীয় বিভাগের দায়িত্বে ছিলেন।
খন্দকার মুনীরুজ্জামান ১৯৪৮ সালের ১২ মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় সাংবাদিকতায় যুক্ত হন। একই সময়ে বাম ঘরানার রাজনীতিতেও যুক্ত ছিলেন।
১৯৭০ সালে সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতায় সাংবাদিকতা শুরু করেন মুনীরুজ্জামান। এর পর পাঁচ দশকে একাধিক সংবাদমাধ্যমে কাজ করেন তিনি। ২০১৯ সালে তিনি প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হন। এ ছাড়া জাতীয় প্রেসক্লাবসহ নানা পেশাদার সংগঠনের সদস্য ছিলেন।
ব্রেকিংনিউজ/এমএইচ