চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরোয়ারকে অপহরণের ঘটনায় অজ্ঞাত ৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে নগরীর কোতোয়ালী থানায় গোলাম সরোয়ার নিজে বাদী হয়ে মামলাটি করেন বলে ওসি মোহাম্মদ মহসীন জানান।
তিনি বলেন, অপহরণের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের চট্টগ্রাম অফিসে কর্মরত গোলাম সরোয়ার সিটিনিউজবিডি নামে একটি অনলাইন সংবাদপত্রের নির্বাহী সম্পাদক।
এরআগে সরোয়ার নিখোঁজ জানিয়ে গত বৃহস্পতিবার চট্টগ্রাম কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন আজকের সূর্যোদয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান জোবায়ের সিদ্দিকী।
চারদিন পর রবিবার রাতে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় সরোয়ারকে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বুধবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সরোয়ার।
এ সময় তিনি জানান, অপহৃত হওয়ার কয়েক দিন আগে থেকেই কয়েকটি নিউজের কারণে মুঠোফোনে হুমকি পেয়েছেন। অপহরণের সঙ্গে জড়িতদের বের করতে তিনি নিজের মোবাইল ফোনের কল লিস্ট যাচাইয়ের আহ্বান জানিয়েছেন।
গোলাম সরোয়ার বলেন, অপহরণের আগে থেকে বেশ কয়েকটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে আমাকে ফোন করে হুমকি দেয়া হয়। এর মধ্যে একটি নম্বর থেকে বলা হয়, ‘নিউজ করে ভালো করেননি’। আমি চাইব আমার মোবাইল ফোনের কল লিস্ট চেক করা হোক। তাহলেই জানা যাবে তারা কার ছিল।
সরোয়ার আরও জানান, তিনি এখনও মানসিকভাবে সুস্থ নন। শারীরিক দুর্বলতাও আছে। তিনি চান আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।
ব্রেকিংনিউজ/মনির ফয়সাল/এসপি