ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় একটি ট্রাক উল্টে ১৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাজ্য পুলিশ এ খবর জানিয়েছে। নিহতরা সকলেই জেলার অভোদা, কেরালা ও রাভারের শ্রমিক ছিল বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, মধ্যরাতের একটু পরেই শ্রমিকরা কিঙ্গাও গ্রামের এক মন্দিরের কাছে পেঁপে বোঝাই ট্রাক উল্টে মারা যান।
দুর্ঘটনায় আরও পাঁচ শ্রমিক গুরুতর আহত হয়েছে। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
ব্রেকিংনিউজ/এম