ভারতীয় নৌবাহিনীর একটি অত্যাধুনিক প্রশিক্ষণ যুদ্ধবিমান আরব সাগরে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ একজনকে উদ্ধার করা গেছে। এখন পর্যন্ত আরও একজন নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মিগ-২৯কে মডেলের ওই প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা জানায়নি ভারতীয় নৌবাহিনী।
দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ দুর্ঘটনার কথা জানানো হয়েছে। একইসঙ্গে বাহিনীটির পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানানো হয়।
গত কয়েক বছরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের এটি চতুর্থ ঘটনা। এর আগে ফ্রেব্রুয়ারিতে গোয়া সৈকতে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মিগ-২৯কে বিধ্বস্ত হয়।
ওই ঘটনায় পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে এবারের দুর্ঘটনায় একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অপর পাইলটের খোঁজ মিলছে না।
দ্য উইকের এক খবরে বলা হয়েছে, মিগ-২৯কে যুদ্ধবিমান দুই সিট ছিল। ভারতীয় নৌবাহিনী রাশিয়ার তৈরি মিগ-২৯কে এর প্রথম ক্রেতা।
ব্রেকিংনিউজ/এম