বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন।
সোমবার (৫ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মিন্নির পক্ষে জামিন আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না। দুপুরের দিকেই হাইকোর্টে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
এর আগে গত ৩০ জুলাই বরগুনার আদালতে দুবার মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। ওই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড ও রিফাত ফরাজী তাকে রামদা দিয়ে কোপাচ্ছেন।
ঘটনার ৬ দিন পর ২ জুলাই নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। পরে রিফাত ফরাজীকে গ্রেফতার দেখায় পুলিশ।
আলোচিত এই হত্যা মামলায় ১৬ জুলাই রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে গ্রেফতার দেখায় পুলিশ। পরে ১৭ জুলাই তাকে ৫ দিনের রিমান্ডে নেয়া হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ব্রেকিংনিউজ/এমআর