সপ্তাহের শুরুতে সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া চলতি মাসে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি তীব্র কালবৈশাখী এমনকি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানিয়েছে দফতরটি।
সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা। পরবর্তী ৪৮ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
ঢাকায় মঙ্গলবার (৬ এপ্রিল) সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত ভোর ৫ টা ৪৬ মিনিটে।
ব্রেকিংনিউজ/নিহে