সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের সিলেট বিভাগ ব্যতিত অন্যসব বিভাগে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে, সিলেটের কয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির হতে পারে জানিয়েছে দফতরটি।
শুক্রবার (৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরো জানানো হয়, দেশের দক্ষিণাঞ্চলে শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে ৩৩ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী, ঈশ্বরদী, তেঁতুলিয়া ও রাজারহাটে ১৫ডিগ্রি সেলসিয়াস।
ব্রেকিংনিউজ/নিহে