স্বাধীনতা দিবসে মুক্তির অপেক্ষায় থাকা ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের টিজার আসছে ২৩ ফেব্রুয়ারি।
র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন। ছবিটি ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
ছবি মুক্তির আগে শনিবার দর্শকদের জন্য আনুষ্ঠানিকভাবে ছবির টিজার প্রকাশের আয়োজন করা হয়েছে বলে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) সদর দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে।
<<<ভিডিও>>>
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আরও উপস্থিত থাকবেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
অপারেশন সুন্দরবনকে বলা হচ্ছে বাংলাদেশের প্রথম ওয়াইল্ডলাইফ অ্যাকশন থ্রিলার। এর চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ-দৌলা ও দীপংকর দীপন।
র্যাবের সুন্দরবনের দুঃসাহসিক সব অভিযানের গল্পে নির্মিত এ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, রোশান, নুসরাত ফারিয়া, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান, মনোজ প্রামানিকসহ আরও অনেকে।
‘অপারেশন সুন্দরবন’ ছবিটির মাধ্যমে র্যাবের সুন্দরবনের দুঃসাহসিক সব অভিযানের পাশাপাশি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরা হবে। বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বনে একসময় দস্যুদের অবাধ বিচরণ ছিল। যার ফলে সুন্দরবন নিয়ে সাধারণ মানুষের ভয় ছিল। সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহের জন্য মাছ ধরা ও মধু সংগ্রহ করতে পারত না। জেলেরা কীভাবে দস্যুদের কবলে পড়ে এবং সাধারণ মানুষ কীভাবে দস্যু হয়ে যায়, তাও উঠে আসবে। এখন সুন্দরবন দস্যুমুক্ত। র্যাবের এই দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই নির্মিত হচ্ছে ছবিটি।
‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং শুরুর আগে এক বছরের অধিক সময় সুন্দরবনের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়িয়েছেন পরিচালক দীপংকর দীপন ও তার টিম। সিনেমার শুটিং হয়েছে- মুন্সীগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, লবনচরা, সুন্দরবনের দুবলার চর, কটকা, কালিকা চর, পুটনীচর, মংলা, পোড়া বাড়ী, গাজীপুর, জয়মনি, র্যাব ট্রেনিং স্কুল ও র্যাব ফোর্সেস সদর দপ্তরে।
ব্রেকিংনিউজ/এমএইচ