ঢাকাই সিনেমার অগ্নিকস্যা খ্যাত অভিনেত্রী মাহিয়া মাহি। সম্প্রতি পাসপোর্ট জনিত সমস্যায় নায়ক শাকিব খানের সঙ্গে মালদ্বীপ যাওয়া হলো না মাহির। তাই বলে মন খারাপ করে বসে নেই এই নায়িকা। নিজের পিঠে ক্ষুদে বার্তা লিখে ছেড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
মাহি নিজের ফেসবুকে তিনটি ছবি আপলোড করে দেন। ছবিতে দেখা যায় তিনি পিঠের মধ্যে লাল রঙে লিখেছেনব, ‘ ইউ আর এভরিহোয়ার’ যার বাংলা অর্থ তুমি আছো সর্বত্র।’
মাহির এমন ফেসবুক স্ট্যাটাসে তোলপাড় শুরু হয়েছে শোবিজ অঙ্গনে। ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে, কাকে উদ্দেশ্য করে এ কথা লিখেছেন মাহি? কিংবা নতুন প্রেমে পড়েছেন কি? আর কাকে এতটা মিস করেছেন তিনি?
উল্লেখ্য, কিছুদিন আগে ফেসবুকে মাহি লেখেন, ‘চলতে চলতে দুজন মানুষের বন্ধুত্ব সারা জীবনের জন্য নষ্ট হয়ে যেতেই পারে। কিন্তু তাই বলে অতীতের দিনগুলেতে যেমানুষটা আগলে রেখেছিল তার প্রতি বুকভরা শুভকামনা পরিবর্তে অভিশাপ দেবে এমন মানুষ আমি না। কাছেঠর মানুষগুলো অনেক ভালো থাকুক। সারা জীবন তাদের প্রতি থাকল প্রাণভরা শ্রদ্ধা।’
ব্রেকিংনিউজ/এমএইচ