বলিউড অভিনেতা ও ভারতের গুরুদাসপুর থেকে নির্বাচিত বিজেপি সাংসদ সানি দেওল করোনায় আক্রান্ত হয়েছেন। মুম্বাইয়ে ফেরার আগে গতকাল (১ ডিসেম্বর) হিমাচল প্রদেশের মানালিতে করোনা টেস্টের ফল পজেটিভ আসে বলে সানির মুখপাত্র জানিয়েছেন। তবে তার কোনও গুরুতর উপসর্গ নেই এবং সে ভালো আছে বলেও মুখপাত্র জানিয়েছে।
মুম্বাইয়ের একটি হাসপাতালে সম্প্রতি তার কাঁদের অস্ত্রোপচার করা হয়েছে। এরপর মানালিতে তার ফার্মহাউজে বিশ্রামে ছিলেন তিনি। করোনা আক্রান্ত হওয়ায় তিনি এখন আরও কিছু আইসোলেশনে থাকতে হবে।
ব্রেকিংনিউজ/এসআই