করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রখ্যাত সরোদ বাদক ওস্তাদ শাহাদত হোসেন খানের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে নাট্যজন মামুনুর রশীদ জানিয়েছেন। রবিবার (২৯ নভেম্বর) বাদ যোহন তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী, ভক্ত ও অনুরাগী রেগে গেছেন শাহাদাত হোসেন।
শাহাদাহ হোসেন ১৯৫৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক সঙ্গীত পরিবারে জন্ম নেন। তিনি বিশ্বখ্যাত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খান ছোট ভাই।
১৯৯৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। সঙ্গীত সাধনার পাশাপাশি তিনি সরকারি চাকরি করতেন।
ব্রেকিংনিউজ/এসআই