বিমা খাতকে উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণের কথা ব্যক্ত করে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসাইন বলেছেন, বিমা খাতকে বিশ্বাসযোগ্য স্থানে দাঁড় করাতে চাই। যাতে মানুষ বিমা খাতের ওপর আস্থা তৈরি হয়। আর এজন্য দেশের সব শ্রেণি-পেশার মানুষকে বিমার আতওয়ায় নিয়ে আসা দরকার। এ খাত নিয়ে অনেক হতাশার দিক থাকলেও অনেক ভালো কাজ করছে এ খাত।
রবিবার (২৪ জানুয়ারি) ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে বিমা খাতের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
আইডিআরএ’র চেয়ারম্যান আরও বলেন, বিমা খাত সবসময় মানুষের কল্যাণের কথা ভাবে। দেশের সকল মানুষ বিমার আওতাভুক্ত হলে এ খাত এগিয়ে যাবে। পাশাপাশি এর মাধ্যমে বীমাকারীও উপকৃত হবেন। আমাদের দেশের অর্থনীতিতে বিমা খাতের অবদান মাত্র শূন্য দশমিক ৫৭ শতাংশ। অপরদিকে ভারতের অর্থনীতিতে তাদের বিমা খাতের অবদান ৩ দশমিক ৬৯, এমনকি ইন্দোনেশিয়াতে বিমা খাতের অবদান ২ দশমিক ৩৬ শতাংশ।
বাংলাদেশ একটি টেকসই অর্থনৈতিক অবস্থার দিকে যাচ্ছে। তবে আমরা বিমা খাত নিয়ে তার সমান্তরালে হাটতে পারিনি। আমাদের অর্থনীতি সম্ভাবনাময়। আমরা যোগ্যতার সাথে বিমা খাতকে নিয়ে এগিয়ে গেলে দেশের অর্থনীতি অবদান রাখতে পারবো বলেও জানান আইডিআরএ চেয়ারম্যান।
এছাড়া সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান বক্তব্য রাখেন।
এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ এবং প্রগতি লাইফ ইন্সুরেন্সের এমডি মো. জালালুল আজিম।
এতে প্যানেল আলোচক ছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইদুর রহমান, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. কাজিম উদ্দিন ও বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমির চিফ ফ্যাকাল্টি মেম্বার এস এম ইব্রাহিম হোসাইন।
ব্রেকিংনিউজ/বিবি/এসআই