ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক লিমিটেড আইটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে ১৪ জনকে নিয়োগ দিবে রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকটি। আগ্রহীরা আগামী পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের সিএস/সিএসই/আইটি/আইসিটি/আইসিই/এসই/সিএসসিই/সিএসটিই বিষয়ে স্নাতকোত্তর/স্নাতক (সম্মান) পাশ হতে হবে। বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। চাকরির ধরন: স্থায়ী।
এতে আরো বলা হয়েছে, নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়স হতে হবে, পহেলা মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর; বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি ২০০ টাকা রকেটের মাধ্যমে পাঠাতে হবে।
ব্রেকিংনিউজ/বিবি/নিহে