লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আনসারুল ইসলাম মিলন (৩৫) নামে ডাচ বাংলা ব্যাংকের পাটগ্রাম শাখার ম্যানেজার নিহত হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ওই উপজেলার নবীনগর এলাকায় বুড়িমারী-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনসারুল ইসলাম মিলন কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবি গ্রামের আমিনুর রহমানের ছেলে ও ডাচ বাংলা ব্যাংক পাটগ্রাম শাখার ম্যানেজার।
বড়খাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, নিহত ওই মোটরসাইকেল নিয়ে পাটগ্রাম থেকে কালিগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় নবীনগর এলাকায় লালমনিরহাটগামী পাথর বোঝাই একটি ট্রাককে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় নিচে ঢুকে পড়ে যায়। এ ঘটনায় ওই ট্রাকটিকে জব্দ করা হয়েছে।
ব্রেকিংনিউজ/এমএইচ