ঠাকুরগাঁওয়ে পরিচয় গোপন করে হোমিওপ্যাথি চিকিৎসার আড়ালে এলোপ্যাথি চিকিৎসাসহ রোগীদের সাথে প্রতারণা করছে মোহাম্মদ রিপন নামের এক চিকিৎসক। এমন অভিযোগে ভ্রাম্যমান আদালত ওই ভুয়া চিকিৎসকের চেম্বারে অভিযান চালায়। এসময় অভিযুক্ত হওয়ায় তাকে বিশ হাজার টাকা জরিমানাসহ সাত দিনের মধ্যে সংশোধনের সুযোগ দেয় আদালত।
শনিবার (৫ ডিসেম্বর) দিনগত রাতে শহরের বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকার এসএ টাওয়ারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
পুলিশ জানায়, কয়েক বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার আড়ালে রিপন নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ঠাকুরগাঁও শহরের এসএ টাওয়ারে সদৃশ ফার্মেসী এন্ড কনসালটেন্ট সেন্টার, রানীশংকৈল উপজেলার মাহফুজ মেডিসিন স্টোর, দিনাজপুর জেলার বীরগঞ্জে সদৃশ কনসালটেন্ট সেন্টার ও পঞ্চগড় জেলায় সদৃশ কনসালটেন্ট সেন্টার নামে চারটি স্থানে চেম্বারে নিয়মিত চিকিৎসা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। ভুক্তভুগিদের অভিযোগের ভিত্তিতে আজ শনিবার সন্ধ্যায় তার ঠাকুরগাঁও চেম্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় তিনি নিজের অপরাধ স্বীকার করলে আদালত আগামী সাত দিনের মধ্যে তাকে সংশোধনের সুযোগ দিয়ে বিশ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে তিনি হোমিও চিকিৎসক হয়ে এলোপ্যাথি চিকিৎসা দিয়ে প্রতারণা করছিলেন। আজ ভ্রাম্যমাণ আদালতে সে তার অপরাধ স্বীকার করায় তাকে সংশোধনের সুযোগ দেয়া হয়েছে। সাতদিনের মধ্যে তিনি সবকিছু সংশোধন না করে এমন কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
ব্রেকিংনিউজ/নিহে