কক্সবাজার সদরের ইসলামাবাদ শাহ ফকির বাজারে আমির মো. তুষার নামের এক টমটম চালক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহত আমির মো. তুষার ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চকিদার ও মধ্যম নাপিতখালীর বাসিন্দা আমির হোসেন এবং মাহমুদা বেগমের ছেলে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে শাহ ফকির বাজারের পূর্ব পাশ থেকে পশ্চিম দিকে রাস্তা পারাপার হওয়ার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রাইভেট কারের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান।
এদিকে ঘাটক কার চকরিয়া উপজেলার খুটাখালী বাসস্টেশনে জনতার হাতে আটক হয় বলে ইসলামপুর ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার সাহাব উদ্দিন নিশ্চিত করেন।
মালুমঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, অভিভাবকের আপত্তি না থাকায় সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক প্রাইভেট কার ও চালক তাদের হেফাজত রয়েছে। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান।
ব্রেকিংনিউজ/এমএইচ