সাতক্ষীরার কলারোয়ায় ষাটোর্ধ্ব এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় তালাবদ্ধ নতুন একটি ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোসলেম উদ্দীন বিশ্বাস(৬২) কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের মৃত নৈমুদ্দীন বিশ্বাসের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, মোসলেম উদ্দীন তার স্ত্রীকে নিয়ে নতুন বাড়িতে থাকতেন। ছেলেরা থাকেন পুরাতন বাড়িতে। মঙ্গলবার তার স্ত্রী বাড়িতে ছিলেন না। বুধবার মোসলেম উদ্দীনের এক মেয়ে বাবার সাথে দেখা করার জন্য ওই বাড়িতে যেয়ে বাবার কোন সাড়া শব্দ না পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন। এ সময় আশপাশের লোকজনকে নিয়ে তালা ভেঙে বাড়িতে ঢুকে খাটের উপর গরম কাপড়ে ঢাকা গলাকাটা অবস্থায় তার বাবার লাশ দেখতে পান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকান্ডের ঘটনাটি কখন, কী কারণে ঘটেছে সেটি তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ব্রেকিংনিউজ/ এমএইচ