ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নসিমনের যাত্রী ছিলেন।
নিহতরা হলেন- বিজয়নগর উপজেলার চরইসলামপুর আক্তার হোসেন (৫০), একই এলাকার রমজান মিয়া (৬০) ও শরীয়ত উল্লাহ (৩০)।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিলেট থেকে ছেড়ে আসা পাওয়ার ট্রলি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনের তিন যাত্রী নিহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ও বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ব্রেকিংনিউজ/এসআই