খুলনায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মাস্ক না পরে বাইরে বের হওয়ার অপরাধে ৪৫ জনকে জরিমানা ও ৪ জনকে আটক করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপা রানী সরকার ও নূরী তাসমিন ঊমির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এছাড়া উপজেলাগুলোতেও নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) নিজ নিজ অধিক্ষেত্রে অভিযান পরিচালনা করেন।
নূরী তাসমিন ঊর্মি বলেন, অভিযানে ৪৫ জনকে ১৩ হাজার ৫শ’ টাকা জরিমান ও ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
ব্রেকিংনিউজ/এসআই