ফরিদপুর জেলা শহরের নতুন বাসষ্ট্যান্ডের পাঁচটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটিকে ফরিদপুর বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা নাশকতার আলামত বলে অভিযোগ করেছে।
রবিবার (১৭ জানুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
সংগঠনের নেতাকর্মীরা নাশকতার আলামত বলে অভিযোগ করে জানান, ভোর রাতে দুর্বৃত্তরা নাশকতার উদ্দ্যেশে তাদের পাঁচটি বাসে আগুন লাগায়। এসময় দুটি বাস একেবারেই পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফরিদপুরের ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় বাস ষ্ট্যান্ড এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উৎঘাটন করে ব্যাক্তিদের গ্রেফতারের দাবী করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ব্রেকিংনিউজ/নিহে