একজন অসুস্থ মায়ের চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে সহপাঠীর পাশে দাঁড়িয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের একদল শিক্ষার্থী। যারা পড়ালেখার পাশাপাশি নিজেরা কিছু চলচ্চিত্রও নির্মাণ করেছে। সহপাঠীর মায়ের চিকিৎসার জন্য নিজেদের নির্মিত সেসব চলচ্চিত্রের স্বত্ব বিক্রির পদক্ষেপ নিয়েছে তারা। জানিয়েছে, সহপাঠীর মায়ের চিকিৎসা সহায়তায় আপাতত তাদের এটুকুই সাধ্য। আর সাধ্যের মধ্যে সবটুকুই করতে চায় তারা।
জানা যায়, ওই বিভাগের চতুর্থ ব্যাচের ছাত্রী তাহমিদা রহমান তৌহিদা। তার মা অনেকদিন যাবত অসুস্থ। কিডনিতে সমস্যা থাকার কারণে ডায়ালায়সিস করা প্রয়োজন। কিন্তু ডায়াবেটিস থাকায় তা সম্ভব হচ্ছে না। পাশাপাশি হার্ট ও ফুসফুসে সমস্যা এবং নিউমোনিয়াসহ আরও অনেক রোগ দেখা দিয়েছে।
অনেকদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকায় এখন অর্থ সংকটে সেটুকুও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। চিকিৎসকরা বলছেন, জরুরি ভিত্তিতে আইসিইউতে ভর্তি করা প্রয়োজন এবং চিকিৎসার জন্য কম করে হলেও ৬ থেকে ৭ লাখ টাকা লাগবে।
বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা মিলে চেষ্টা করছে মায়ের চিকিৎসায় তাহমিদার পাশে দাঁড়ানোর। এরই ধারাবাহিকতায় একজন মায়ের চিকিৎসার জন্য তারা তাদের নির্মাণ করা কিছু শর্ট ফিল্মের স্বত্ব বিক্রি করে দিতে চায়।
বিভাগের শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের নির্মিত শর্টফিল্মগুলো বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক ফেস্টিভালে সমাদৃত এবং পুরস্কৃত হয়েছে। কোন ওটিটি প্ল্যাটফর্ম, প্রোডাকশন বা কোন অনলাইন স্ট্রিমিং ওয়েবসাইট তাদের চলচ্চিত্রগুলোর কপিরাইট সাধ্যমত মূল্যে কিনে নিলে সেই অর্থটুকু তারা একজন মায়ের চিকিৎসায় কাজে লাগাতে পারবেন।
চলচ্চিত্র গুলোর কপিরাইট কেনার আগে তা যেকোনও ব্যক্তি বা প্রোডাকশন দেখতে পারেন। এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আহ্বান জানিয়েছেন বিভাগটির শিক্ষার্থীরা।
যেকোনও চলচ্চিত্রের স্বত্ব কিনতে যোগাযোগ-
ই-মেইল:
ahsabulyamin01@gmail.com
muntakimg@gmail.com
aviktalukder3a@gmail.com
মোবাইল নম্বর:
+8801723415257 - গোলাম মুনতাকিম
+8801768970108- আহসাবুল ইয়ামিন
+8801725-840482- অভিক তালুকদার
+8801709-016289- সামিউল করিম সুপ্তক
+8801724-724713- শাহারিয়ার সিজু
এছাড়াও যদি কেউ আর্থিকভাবে সাহায্য করতে চান সাহায্য পাঠানোর জন্য বিকাশ অ্যাকাউন্ট নাম্বার- 01925694097 (তৌহিদার বড় বোন, তানিয়া রহমান)
ব্যাংক অ্যাকাউন্ট : Shimanto bank- Tania Rahman- 1001114002424
তৌহিদার মায়ের চিকিৎসার জন্য অনলাইন ফান্ডিংয়ের লিংক- https://l.facebook.com/l.php?
ব্রেকিংনিউজ/এমআর