রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় একটি টিনে শেডের বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের এন্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট কাজ করছে।
সোমবার (২২ জানুয়ারি) ৯টায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা রাত সাড়ে ৮ টায় প্রাথমিকভাবে খবর পেয়েছি মোহাম্মদপুরের শেখেরটেকের ১২ নাম্বার এলাকার একটি টিন শেডের বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আমাদের তিনটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
ব্রেকিংনিউজ/টিটি/নিহে