ঢাকা মহানগর এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে নিবন্ধন নিয়ে চলাচলকারী সবুজ রঙের সিএনজি অটোরিকশা ছাড়া ছাই রঙের প্রাইভেট সিএনজি চলাচল করতে পারবে না। হাইকোর্টে এ সংক্রান্ত রুল খারিজ হওয়ায় ছাই বা রুপালি রংয়ের ‘প্রাইভেট সিএনজি’ (ঢাকা মেট্রো-দ) চলাচলের আর অনুমতি থাকছে না।
মঙ্গলবার (১৯ জানুয়ারী) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ রুল খারিজ করে এ রায় দেয়।
রুলটি এসেছিল ২০১৬ সালে প্রাইভেট সিএনজি অটোরিকশা ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের করা একটি রিট আবেদনে। পরে রিট মামলায় জারি করা রুল খারিজ করে রায় দিয়েছেন আদালত।
আদালতে বাংলাদেশ সড়ক যোগাযোগ কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রাফিউল ইসলাম। সড়ক ও যোগাযোগ সচিবের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাসুদ হাসান চৌধুরী পরাগ। এবং রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।
হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন রিট আবেদনকারী মো. দেলোয়ার হোসেন। অ্যাডভোকেট মাসুদ হাসান পরাগ বলেন, ঢাকা মহানগর এলাকায় কতগুলো অটোরিকশা চলতে পারবে তার একটা নীতিমালা রয়েছে। সরকারি এই নীতিমালা অনুযায়ী বিআরটিএ নিবন্ধন দিয়েছে।
তিনি বলেন, প্রাইভেট হিসেবে নিবন্ধন নেওয়ার পর তা বাণিজ্যিকভাবে চালানোর জন্য হাইকোর্টে রিট আবেদন করা হয়। এই রিট আবেদনে হাইকোর্ট রুল জারি করেছিল। মঙ্গলবার সেই রুল খারিজ করে দিয়েছেন। ফলে প্রাইভেট কোনো অটোরিকশা ঢাকায় চলতে পারবে না।
তবে রিট আবেদনকারী দেলোয়ার হোসেন এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন জানিয়েছেন।
এর আগে, ব্যক্তি মালিকানায় নিবন্ধন পাওয়া অটোরিকশার মালিকরা পরে বাণিজ্যিক নিবন্ধন পেতে বিআরটিএর কাছে দাবি জানায়। কিন্তু সরকারের সাড়া না পেয়ে ২০১৬ সালে প্রাইভেট সিএনজি অটোরিকশা ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ হাই কোর্টে রিট আবেদন করেন।
ব্রেকিংনিউজ/নিহে