চুরি করার আগে সিসি টিভির ক্যামেরা বিচ্ছিন্ন করেও নিজেকে আড়াল করতে পারেনি এক চোর। তবে এখনো অধরা রয়েছে সেই চোর। তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছে পুলিশ। তার বিরুদ্ধে পল্টন মডেল থানার একটি চুরির মামলা হয়েছে।
জানা গেছে, গত ৩০ জুন ২০২০ ভোর পৌনে ৫টার দিকে পল্টন এলাকায় রিক্রুটিং এজেন্সি অফীফ ইন্টারন্যাশনালের অফিসের রান্না ঘরের জানালার গ্রিল দিয়ে অজ্ঞাত চোর দরজা ভেঙে প্রবেশ করে। ওই অফিস থেকে সে নগদ টাকা, ল্যাপটপ, ডিএসএল ক্যামেরা, মোবাইল ফোন, কম্পিউটার পিসি, প্রিন্টার, ক্যালকুলেটর ও রাউটারসহ প্রায় পৌনে তিন লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেন। ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ছবিতে চোর অফিসের কিচেনের জানালার গ্রিল দিয়ে প্রবেশ করে দরজা ভেঙে প্রথমেই সিসি টিভির ক্যামেরা বিচ্ছিন্ন করে চুরির ঘটনাটি ঘটায়।
ওই ব্যক্তির পরিচয় জেনে থাকলে পল্টন মডেল থানায় অফিসার ইনচার্জের ০১৭১৩-৩৭৩১৫৫ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পুলিশ।
ব্রেকিংনিউজ/টিটি/এমআর