রাজধানীর পল্লবী এলাকায় মোহাম্মদ ফিরোজ (৪০) নামে এক আটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) রাতে পল্লবী মহিলা কলেজের পাশের একটি জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, খুন হওয়া ব্যক্তি পেশায় অটোরিকশা চালক ছিলেন। এর পাশাপাশি তাঁতের কাজ করতেন। তবে কি কারণে, কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে।
ব্রেকিংনিউজ/এসপি