চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২ জুন থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ডিনদের সমন্বয়ে অনুষ্ঠিত ৪র্থ সভার সিদ্ধান্তক্রমে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২-২৪ জুন ও ২৮ থেকে ১ জুলাই এবং ৫ জুলাই থেকে ৮ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। ইউনিট ও উপ-ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
ব্রেকিংনিউজ/এসআই