আবাসিক হল খুলে দেয়ার দাবিতে দ্বিতীয় দিনেও বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)।সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টা দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু হলের সামনে এসে অবস্থান নেয়।
বিকেল পৌনে চারটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানেই অবস্থান করছে।
এ সময় শিক্ষার্থীরা ‘প্রশাসনের প্রহসন মানি না মানবো না’, ‘হল কেন বন্ধ, প্রশাসন জবাব চাই’, ‘শিক্ষকরা ভিতরে, আমরা কেন বাহিরে?’ সহ নানা স্লোগান দিতে দেখা গেছে।
উল্লেখ্য, গতকাল রবিবার একই দাবিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল শেষে ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
ব্রেকিংনিউজ/এসআই