বিশিষ্ট শিল্পী ও কবি খালিদ আহসান মারা গেছেন। সোমবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বিশেষায়িত হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
খালিদের পরিবার জানায়, মাসখানেক আগে তিনি করোনায় আক্রান্ত হন। এরপর তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় অবস্থার অবনহি হলে গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
ব্রেকিংনিউজ/এসআই