একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রিজিয়া রহমানের জন্মদিন আজ (২৮ ডিসেম্বর)। তিনি ১৯৩৯ সালে আজকের দিনে কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম ছিল জোনাকী। তার বাবা আবুল খায়ের মুহ্ম্মদ সিদ্দিক ছিলেন চিকিৎসক ও মা মরিয়াম বেগম গৃহিণী।
রিজিয়া রহমানের বাবার চাকরির কারণে তাদের ভারত ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। ১৯৪৭ সালে দেশভাগের পর পরিবারের সঙ্গে বাংলাদেশে চলে আসেন। লেখালেখির শুরু ষাটের দশকে। গল্প, কবিতা, প্রবন্ধ, রম্যরচনা ও শিশুসাহিত্যে তার রয়েছে উল্লেখযোগ্য অবদান। তবে মূল পরিচিতি ঔপন্যাসিক হিসেবেই।
তার লেখা উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘ঘর ভাঙা ঘর’, ‘উত্তর পুরুষ’, ‘রক্তের অক্ষর’ ও ‘বং থেকে বাংলা, ‘ধবল জ্যোৎস্না’, ‘সীতা পাহাড়’, ‘উৎসে ফেরা’ প্রভৃতি।
একাধারে লেখক, গল্পকার ও ঔপন্যাসিক রিজিয়া রহমান উপন্যাসে অবদানের জন্য ১৯৭৮ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য পরে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।
পারিবারিক জীবনে রিজিয়া রহমান মো. মীজানুর রহমানের সহধর্মিণী ছিলেন। তাদের আব্দুর রহমান নামের একটি ছেলে আছে। বাংলা সাহিত্যের এই অন্যতম সাহিত্যিক রিজিয়া রহমান ২০১৯ সালের ১৬ আগস্ট মারা যান।
ব্রেকিংনিউজ/নিহে