প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ২০২১ সালের অমর একুশে গ্রন্থমেলা সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে বসবে না। তবে ভাইরাসটির সংক্রমণ রোধের জন্য এবারের মেলাটি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করে মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ বলেন, বৃহস্পতিবার বাংলা একাডেমির নির্বাহী পরিষদের বৈঠকে করোনা ভাইরাসের কারণে আগামী অমর একুশে গ্রন্থমেলা স্থগিত করা হয়েছে।
করোনা পরিস্থিতিতে আসন্ন অমর একুশে বইমেলা স্থগিতের ব্যাপারে আগে থেকেই কথা হচ্ছিল। তবে এ সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছে বইমেলার আয়োজক সংস্থা বাংলা একাডেমি।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের মাঝেই চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল অমর একুশে গ্রন্থমেলা। মেলা শেষ হতেই দেশেও হানা দেয় ভাইরাসটি। বই মেলা মানেই লোক সমাগম। তাতে বাড়বে সংক্রমণ। তাই মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি স্থগিত করেছে মেলা। তবে প্রাণের এই মেলাটি এবারই প্রথমবার ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ব্রেকিংনিউজ/নিহে