একদিন তুমিও হারিয়ে যাবে, আজ শুধু কারণটা খোঁজা বাকি।
হঠাৎই হয়তো একদিন এসে বলবে, চলো একা স্বপ্নের পথে হাঁটি।
আমি সেদিনও হয়তো চুপটি করেই রইবো, যেমনটা আজ আছো!
মানুষ এভাবেই হারিয়ে যায়, কারণে অকারণে।
তুমিই বা তার ব্যতিক্রম কেনো হবে?
শত হোক মানুষতো তুমি, চির ধর্ম বলে কথা!
একপা দু'পা করে কৃষ্ণচূড়ায় ভরা রাস্তায় হেঁটে হারিয়ে যাবে তুমি।
আমি সেদিনও চুপই রইবো।
তারপর কেটে যাবে হাজার কয়েক বছর।
হয়তো ক্রমেই ভুলে যাবে আমায়।
আচ্ছা হঠাৎ একটা হাহাকার করা গোধূলি বিকেলে যদি মনে পরে আমায়?
কিংবা হঠাৎ রাতে আকাশ ভেঙে ঝুম বৃষ্টি নামে
এক ফোটা বৃষ্টির জল যদি তোমার শরীর স্পর্শ করে,
মাতাল হাওয়ায় তোমার কানে আমার হয়ে যদি বলে, ভিজবে না আমার হাত ধরে?
সেদিনকি একটুও কেঁপে উঠবে না তুমি? ভিজবে তো!
আমি অভিযোগ করতে শিখিনি, পারি না বললেই চলে।
সেদিনও হয়তো অভিযোগ করবো না কোন।
আমি চিরদিনই তোমার জন্য মাধবীলতার ন্যায়-
খরতপ্ত মাধ্যাহ্নে এক গ্লাস শীতল জল হতে চেয়েছি।
ভালোবেসে আলোকস্তম্ভের ন্যায় দাঁড়িয়ে থাকতে চেয়েছি।
শেষার্ধেও তাই শুধু তোমাকেই চেয়েছি।
ব্রেকিংনিউজ/নিহে