বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পেয়েছেন অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফসানা মিমি।
গেল ১১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আফসানা মিমিকে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেয়া হয়েছে।
মঞ্চ নাটকের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করা আফসানা মিমি নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গেও কাজ করেছেন।
নব্বইয়ের দশকের শুরুতে ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন মিমি। তিনি ‘নদীর নাম মধুমতি’, ‘চিত্রা নদীর পাড়ে’ ও ‘প্রিয়তমেষু’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
সম্প্রতি তিনি নাট্যপরিচালক হিসেবে কাজ করছেন। ‘ডলস হাউস’, ‘পৌষ ফাগুনের পালা’ ও ‘সমান্তরাল’ তার পরিচালিত উল্লেখযোগ্য নাটক।
ব্রেকিংনিউজ/এমআর