হেমন্তকাল
সবুজ শ্যামল ছাওনি ভরা
রুপের পল্লীবালা
মাঠপ্রান্তর রুপের ছোঁয়া
হেমন্ত গাঁথা মালা।
আঁকাবাঁকা মেঠো পথ
কলমিলতার আড়ি
নজরকারা রুপের পল্লী
দেখায় ভীষণ ভারী।
ঘাসের ডগায় শিশির কণা
ধান শালিকের গান
গোলাভরা সোনা ঘ্রাণে
কৃষক জুড়ায় প্রাণ।
হেমন্ত
কুয়াশার আবরণে
মমতাময়ী নারী
মুখ ঢেকে বসে আছে
পথের প্রান্ত ছাড়ি।
রুপ লজ্জায় মমতাময়ী
নারী গাচ্ছে গান
হেমন্ত এসেছ হেমন্ত এসেছ
পেকেছে কাঁচা ধান।
কৃষকের মুখে হাসি ফুটেছে
পেয়ে নতুন ধান
মমতাময়ী নারীর কণ্ঠে
কৃষক জুড়াচ্ছে প্রাণ।
হেমন্ত সুবাস
আঁকাবাঁকা মেঠো পথে
গরু মহিষের গাড়ি
রাশি রাশি ধান নিয়ে
চলে গাঁয়ের বাড়ি।
কৃষক মুখে নতুন হাসি
পেয়ে সোনা ধান
পথ পানে চেয়ে কৃষাণী
জুড়ায় মন প্রাণ।
সোনাঝরা ধানের সুবাস
মাঠ পেরিয়ে গাঁয়
গোলা ভরে কৃষাণ কৃষাণী
বড্ড মজা পায়।
ব্রেকিংনিউজ/এমজি