আপনার চারপাশে ঘটে চলা একের পর এক কষ্টময় চিত্রগুলোকে তুলে ধরুন নিজের লেখনিতে। পাঠিয়ে দিন সাউন্ডবাংলা করোনাকালের গল্প প্রতিযোগিতার জন্য।
গল্পটি হতে হবে সর্বোচ্চ এক হাজার শব্দের মধ্যে এবং তা আগামী ২৪ জুলাইর মধ্যে পাঠাতে হবে।
এ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৫ হাজার টাকা ( ৩ হাজার টাকার বই ও নগদ ২ হাজার )। দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাবেন ৩ হাজার টাকা ( ২ হাজার টাকার বই ও নগদ ১ হাজার )। তৃতীয় পুরস্কার বিজয়ী পাবেন ২ হাজার টাকা ( ১ হাজার ৫০০ টাকার বই ও নগদ ৫০০ টাকা )। এছাড়া বিশেষ পুরস্কার হিসেবে এসবি টেল-এর সৌজন্য ১১ জন পাবেন ঘড়ি।
প্রতিযোগিতার শ্রেষ্ঠ ১০০টি গল্প নিয়ে প্রকাশিত হবে ‘করোনাকালের দুঃখগাঁথা’ শীর্ষক সম্পাদিত গ্রন্থ।
গল্প পাঠাতে হবে soundbangla.tv@gmail.com - এ। লেখকের পূর্ণাঙ্গ ঠিকানা, ফোন নম্বর, মেইল এড্রেস ও ছবিসহ গল্পটি পাঠাতে হবে।
ব্রেকিংনিউজ/এমজি