Ads-Top-1
Ads-Top-2

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর
১৪ জুন ২০১৮, বৃহস্পতিবার
প্রকাশিত: 05:19:00

রংপুরের কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাউনিয়া রেলগেট হলদিবাড়ী এলাকায় যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এঘটনায় আরো তিনজন আহত হয়।

বৃহস্পতিবার (১৪ জুন) সকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা ও পুলিশ জানায়, কাউনিয়া থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস দ্রুত বেগে যাবার সময় রংপুর থেকে কাউনিয়ামুখি একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

ঘটনাস্থলে দুজন মটর সাইকেল আরোহী এবং কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় জানাতে পারেনি কাউনিয়া থানা পুলিশ। 

তবে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ তিনজন নিহতের বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন।

ব্রেকিংনিউজ/এসএএফ

Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Sidebar-3
সর্বশেষ খবর
Ads-Sidebar-3
Ads-Top-1
Ads-Top-2