Ads-Top-1
Ads-Top-2

শাহবাগে সিএনজির ধাক্কায় পুলিশের গাড়ি চালক আহত

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০১৮, সোমবার
প্রকাশিত: 04:24:00 আপডেট: 05:10:00

শাহবাগে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মো. আশরাফ নামে পুলিশের এক গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। এতে তার মাথার বাম স্ক্যান ও বাম গাল থেঁতলে গেছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (১১ জুন) দুপুর ১২টার দিকে শাহবাগ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত চালককে সিএনজিসহ আটক করেছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে ব্রেকিংনিউজকে জানান, গুরুত্বর আহত অবস্থায় পুলিশের গাড়ির চালক আশরাফকে হাসপাতালে আনা হয়। এখনও তার জ্ঞান ফেরেনি। তিনি শঙ্কামুক্ত নয় বলে ডাক্তাররা জানিয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, তার মাথার বাম স্ক্যান ও বাম গাল থেঁতলে গেছে। সাতটির মতো সেলাই দেয়া হয়েছে। এছাড়া ডান হাত এবং ডান পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছেন আশরাফ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান ব্রেকিংনিউজকে বলেন, ‘পুলিশের ওই সদস্য আমাদের থানার গাড়ি চালক। সে ডিউটি শেষ করে থানার সামনে এসে গাড়ির দরজা খুলে নামছিল। এসময় পেছন থেকে দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয়। এই ঘটনায় সিএনজি চালক নুর মিয়াকে (২২) আটক করা হয়েছে।’

ব্রেকিংনিউজ/টিটি/এমআর

Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Sidebar-3
Ads-Top-1
Ads-Top-2