Ads-Top-1
Ads-Top-2

ইসির জন্য বরাদ্দ ১,৮৯৫ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০১৮, বৃহস্পতিবার
প্রকাশিত: 06:38:00 আপডেট: 06:39:00

প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে নির্বাচন কমিশনের (ইসি) জন্য ১ হাজার ৮৯৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং উপজেলা নির্বাচন সামনে রেখে এই বাজেট প্রস্তাব করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ জুন) সংসদে প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 

প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে ইসির জন্য পরিচালন ব্যয় ১ হাজার ৬৮৫ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২১০ কোটি টাকা।

সংবিধান অনুযায়ী আগামী নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। এর পরপরই অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। এর আগেই আগামী ৩০ জুলাইতে বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ব্রেকিংনিউজ/এমআই/এমআর

Ads-Sidebar-3
Ads-Sidebar-3
সর্বাধিক পঠিত
Ads-Sidebar-3
সর্বশেষ খবর
Ads-Sidebar-3
Ads-Top-1
Ads-Top-2