Ads-Top-1
Ads-Top-2

আমার চোখে জল

সীমা কুন্ডু
৭ জুন ২০১৮, বৃহস্পতিবার
প্রকাশিত: 11:22:00 আপডেট: 12:57:00

এসব বুঝি সেসব দিন!
যেসব দিনকে মাঝেমাঝে মনে হয় শেষদিন!
 
চুল হতে পায়ের নখ পর্যন্ত
কী এক অশুভ লক্ষণ; কেবল উসখুস করে!
প্রতিরাতের ঘ্রাণেই থাকে মৃত্যুগন্ধ!
 
সকাল হলেই দেখি
পৃথিবীর রোদে ওড়ে শ্মশানের ছাই!
ছোপছোপ শুকনো রক্তে বাতাস বিষাক্ত!
 


এর বাইরে কোন দিন থাকতে পারে
ইদানিং কল্পনায়ও আসে না!
তবে কি কল্পনার শক্তিটুকুও ক্রসফায়ারে!
 
এখনো কিছু সবুজ দেখি
কল্পনাও হারালে দেখবো; এ সবুজ নিথর!
 
 
তারপর কি এ নিথর সবুজের ওপর হেঁটে যাব
সভ্যতার শেষ চিহ্নটুকু মুছে
পৃথিবীর শেষ মানুষটার মত?
 
ব্রেকিংনিউজ/জিসা
 

Ads-Sidebar-3
Ads-Sidebar-3
সর্বাধিক পঠিত
Ads-Sidebar-3
সর্বশেষ খবর
Ads-Sidebar-3
Ads-Top-1
Ads-Top-2