Ads-Top-1
Ads-Top-2

ভারতে ভূমি ধসে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
৫ জুন ২০১৮, মঙ্গলবার
প্রকাশিত: 04:43:00

ভারতের মিজরামে ভূমি ধসে ছয় নারীসহ ১০ জন নিহত হয়েছেন। দেশটির বার্তাসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে ভারি বৃষ্টিপাতের করণে রাজ্যের নুংলি শহরে দুইতলা বিশিষ্ট একটি সেমিপাকা বাড়িতে পাহাড়ের মাটি প্রবেশ করে।

এতে ওই বাড়িতে থাকা দুই পরিবারের ১০ জন মারা যান। সেখান থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে, এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ইন্ডিয়ান একপ্রেসের খবরে বলা হয়, স্থানীয় দুর্যোগ ব্যাবস্থাপনা টিম সেখানে দ্রুত পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়েছে। তাদের সহযোগিতা করেছেন স্থানীয়রা।

মৌসুমি বায়ুর প্রভাবে ১ জুন থেকেই রাজ্যে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। যা আজও অব্যহাত রয়েছে।

ব্রেকিংনিউজ/এইচএ

Ads-Sidebar-3
Ads-Sidebar-3
সর্বাধিক পঠিত
Ads-Sidebar-3
সর্বশেষ খবর
Ads-Sidebar-3
Ads-Top-1
Ads-Top-2