Ads-Top-1
Ads-Top-2

এবার খুলনা ও যশোরে ‘ই-টোকেন’ বাতিল

নিউজ ডেস্ক
৩১ মে ২০১৮, বৃহস্পতিবার
প্রকাশিত: 04:08:00 আপডেট: 04:09:00

বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ভিসাপ্রাপ্তি আরও বাধাহীন, সুষ্ঠু ও সহজলভ্য করাল লক্ষ্যে ভারতীয় হাই কমিশনের উদ্যোগে পর্যটক (ট্যুরিস্ট) ভিসার ক্ষেত্রে এখন থেকে আর অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট (ই-টোকেন) নেয়ার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (৩১ মে) হাই কমিশনের ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। আগামী ১১ জুন ২০১৮ থেকে খুলনা ও যশোর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) -তে সরাসরি আবেদন জমা দিতে পারবে সবাই। এই দুই আইভিএসি তে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরাসরি ভিসা আবেদন জমা দেয়া যাবে।

ট্যুরিস্ট ভিসা ছাড়া চিকিৎসা, ব্যবসা, সম্মেলন এবং অন্যান্য ভিসা আবেদন আগের মতই সরাসরি জমা দেয়া যাবে। এছাড়া প্রবীন নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য সরাসরি অন্য কাউন্টারে আবদনপত্র জমাদান অব্যাহত থাকবে।

ভারতীয় হাই কমিশনের দাবি এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে, ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধি করা।

ব্রেকিংনিউজ/এসএএফ

Ads-Sidebar-3
Ads-Sidebar-3
সর্বাধিক পঠিত
Ads-Sidebar-3
সর্বশেষ খবর
Ads-Sidebar-3
Ads-Top-1
Ads-Top-2